মালদা

পুরাতন মালদায় অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা গম্ভীরা

পুরাতন মালদায় অনুষ্ঠিত হল তিন দিন ধরে চলা নৌকাবাহী গম্ভীরা উৎসব। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই অনুষ্ঠানের সূচনা হয় শনিবার। এদিন কাঠের তৈরি স্থল নৌকা করে লোকশিল্পীরা গম্ভীরা গান গেয়ে পুরাতন মালদার বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। এদিনের এই গম্ভীরা গানে মানব সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শিল্পীরা বলে জানা যায়। এই উৎসবে সাধারনের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

          এবিষয়ে নৌকাবাহী গম্ভীরা উৎসবের এক সদস্য তথা উদ্যোক্তা বলেন, বাপ-ঠাকুরদার আমল থেকে তারা এই নৌকা গম্ভীরা করে আসছেন। সেই মতো এবারও তিন দিন ধরে তারা এই অনুষ্ঠান করে চলেছেন। সেই মতো তারা স্থানীয় এলাকা ঘুরে ঘুরে সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মানুষকে সচেতন করেন। এই অনুষ্ঠান তাদের বাপ-ঠাকুরদার আমল থেকে দেখে আসছেন। তবে বর্তমানে এই গম্ভীরায় যুবক-যুবতিরা সামিল হয়েছে তারা খুশি হয়েছেন।